ঢাকা, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
ভোলায় মহানবী (সঃ) কে কটুক্তি করায় পূজা পরিষদের সভাপতি আটক
আর জে শান্ত, ভোলা

ভোলায় ফেসবুকে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তি করায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে আটক।

ভোলায় ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটুক্তি মুলক কথাবার্তা পোস্ট করার অপরাধে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে কে আটক করেছে ভোলা জেলা পুলিশ । বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার আরো জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্ম অবমাননায় দায়ে আইনের ৫৪ ধারায় সন্দেহ ভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। এবং তাকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চলছে।

উল্লেখ্য গত বুধবার (১৫সেপ্টেম্বর) জয় রাম নামে একটা ফেইসবুক আইডি থেকে গৌরাঙ্গ নামের আইডির ম্যাসেন্জারে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)নিয়ে কটুক্তি মুলক আলাপনের স্কিনসর্ট ফেইসবুকে ভাইরাল হলে সাধারন মোসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃস্টি হয়।

এদিকে বুধবার (১৫সেপ্টেম্বর) রাতেই গৌরাঙ্গ চন্দ্র দে ভোলা সদর মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি দাবি করেন কে বা কাহারা তার ফেইসবুক আইডি হ্যাক করে এমন ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভোলা শহরের কালিনাথরায়ের বাজরের হাটখোলা জামে মসজিদ চত্বরের এক প্রতিবাদি সভার আয়োজন করেন বাংলাদেশ ইসলামি আন্দোলন ভোলা জেলা শাখা সহ ইসলামিক সংগঠন গুলো । সেখানে তারা দোষী ব্যক্তিদের ৭২ ঘন্টার মধ্যে গ্রফতারের আল্টিমেটামদেন।

অন্যথায় অবরোধ এর মত কঠিন কর্মসুচি মাধ্যমে রাজ পথে নামার কথা জানার তারা।

9 responses to “ভোলায় মহানবী (সঃ) কে কটুক্তি করায় পূজা পরিষদের সভাপতি আটক”

  1. sexmeetusa says:

    Hi there to every body, it’s my first pay a visit of this weblog; this web
    site contains awesome and in fact good stuff in support of readers.

  2. Great delivery. Sound arguments. Keep up the good spirit.

  3. Howdy! I just want to give you a huge thumbs up for the great information you’ve got here on this
    post. I’ll be returning to your blog for more soon.

  4. Woah! I’m really loving the template/theme of this blog.
    It’s simple, yet effective. A lot of times it’s hard to get that “perfect balance”
    between superb usability and visual appeal.

    I must say that you’ve done a amazing job with
    this. In addition, the blog loads very quick for me on Internet explorer.

    Excellent Blog!

  5. There is definately a lot to find out about this issue.
    I like all of the points you made.

  6. Aw, this was a very good post. Taking a few minutes and actual effort to produce a really good article… but what can I say… I procrastinate a whole lot and never seem to get anything done.

  7. Hi! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using for this
    site? I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers and I’m
    looking at alternatives for another platform.
    I would be awesome if you could point me in the direction of a
    good platform.

  8. I am actually happy to read this web site posts which
    consists of plenty of valuable information, thanks for providing such data.

  9. The other day, while I was at work, my sister stole my iphone and tested to
    see if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation. My apple ipad
    is now broken and she has 83 views. I know this is totally off topic but I had
    to share it with someone!

Leave a Reply

Your email address will not be published.

x