ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
জয়পুরহাটে পুলিশকে মারধর। আটক ৪ জন
Reporter Name

নাহিদ আখতার (জয়পুরহাট): করোনা ভাইরাসের প্রার্দূভাব ঠেকাতে সারা দেশের মত জয়পুরহাটে ৮ দিনের সর্বত্মক লকডাউন চলছে। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন: জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল (৩৫), সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।

সদর থানার অফিসার ইনর্চাজ(ওসি)আলমগীর জাহান মুঠোফোনে জানান-লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলো পুলিশ। শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেকপোস্টের সামনের রাস্তা দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।

সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে বললেই সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক ৩ ট্রাফিক পুলিশকে মারধর করে। এ ঘটনায় ৩ ট্রাফিক পুলিশ আহত হয়। তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ব্যারাকে আছেন তারা। এ ঘটনায় সরকারি কাজে বাধাপ্রদান,মারধর ও আসামি ছিনতাইয়ের মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x