হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার: রংপুরে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ (১৫ এপ্রিল ) বৃহস্পতিবার র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্য রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পার্শ্বে প্রধান গেট সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়কের উপর একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে র্যাব।
এ সময় ট্রাকের ভেতরে থাকা ৩২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ হাসান ও ফারুককে গ্রেফতার করা হয়। এরা হলেন, পাবনা জেলা সদরের মাধপুর উত্তরপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মঞ্জুর হাসান (৫৪) ও শেখপাড়ার আমির হোসেন খন্দকারের ছেলে মোঃ ফারুক হোসেন খন্দকার (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, পঞ্চগড় স্থলবন্দরের সীমান্ত এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রি করে আসছে।