ঢাকা, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
চাঁদপুরে শাহরাস্তিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তিতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোট পোদ্দারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিয়া ছোট পোদ্দারবাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। তাদের অহনা (২) নামে শিশুসন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন, ঘটনার সংবাদ পেয়ে লোকজন জড়ো হন। তখন প্রিয়ার মরদেহ তার কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মা রুমি আক্তার জানান, প্রিয়ার মেয়ে আহনা অসুস্থ। তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। ওখান থেকে এসে দেখি মেয়ের পুরো রুমে রক্ত আর রক্ত। পড়ে আছে তার নিথর দেহ।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এত বড় শত্রু আছে বলে জানি না।

প্রিয়ার ভাই পরশ জানান, ওই সময় আমি বাসায় ছিলাম না। কী হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই আমাদের এখানে পাঁচ দিন বেড়িয়ে আপুকে রেখে কুমিল্লায় চলে যান। কে আমার আপুকে এভাবে হত্যা করল তা জানি না।

তবে স্থানীয়দের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হতে পারে। কারণ এই পরিবারের সঙ্গে কারও পূর্ব শত্রুতা নেই।

শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত চলমান।

3 responses to “চাঁদপুরে শাহরাস্তিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা”

  1. When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox
    and now each time a comment is added I get several emails with the same comment.

    Is there any way you can remove people from that service?
    Appreciate it!

  2. It’s remarkable to pay a visit this web page and reading the views of all friends
    concerning this article, while I am also keen of getting knowledge.

  3. Hi there, just became aware of your blog through Google,
    and found that it’s really informative. I’m gonna watch out for brussels.

    I will appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing.
    Cheers!

Leave a Reply

Your email address will not be published.

x