নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সুজন এন্টারপ্রাইজের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পাশের একটি ওয়ার্কসপের দোকানেও ছড়িয়ে পরে।
স্থানীয়রা জানান, সুজন এন্টারপ্রাইজের দোকানে সাত থেকে আটশত গ্যাসের সিলিন্ডার ছিলো এছাড়া ডিজেল ও পেট্রোল ছিল কয়েক হাজার লিটার যা থেকে আগুন ভয়াবহ রুপ ধারন করে। এছাড়াও পাশের বিল্ডিং এ ছিলো ইসলামি ব্যাংক শাখা ও এটিএম বুথ।
পরে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আকরামুল হাসান তুষার জানান, সুজন এন্টারপ্রাইজের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।পাশের ওয়ার্কসপ, পাশের বিল্ডিং এ ইসলামি ব্যাংক, এটিএম বুথ সহ কয়েকটি দোকানের কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষনিক ক্ষতির পরিমান বলা যাচ্ছে না তদন্তের পর বলা যাবে। তবে ক্ষতিগ্রস্থদের দাবি প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।