ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
পাবনায় বিভিন্ন মিডিয়ার ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নুরুল ইসলাম খান

পাবনায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি সাইদুর রহমান রিমনসহ বিভিন্ন মিডিয়ার ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএমএসএফ পাবনা জেলা শাখা। বুধবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা শাখার সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান পান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, রেডিও বাংলাদেশ’র প্রতিনিধি সুশীল তরফদার, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজ রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক পাবনার চেতনার নির্বাহী সম্পাদক এস এম আদনান উদ্দিন, দৈনিক বিপ্লবী সময়ের বার্তা সম্পাদক আব্দুস সালাম, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, তারুণ্যে ডট নিউজের সম্পাদক জুবায়ের খান প্রিন্স, মিডিয়া এ্যাসোসিয়েশন সভাপতি সুমন আলী, ইয়াং জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বিষয়ক আইন সহয়তা সংস্থার পাবনা জেলার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, নব যুগান্তর’র সম্পাদক নাজমুল ইসলাম, ঢাকা পোস্টের প্রতিনিধি রাকিব হাসনাত, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, ইয়াং জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিএমএসএফ পাবনা শাখার সদস্য আরিফ খান, রফিকুল ইসলাম সান, সিরাজুল ইসলাম আপন, হৃদয় হোসেন, দৈনিক দখিনের ক্রাইম পত্রিকার পাবনা ব্যুারো চীফ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী স্বপন, আটঘরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও মানববন্ধনে বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি, সামাজিক সংগঠন মশাল, তারুণ্যের অগ্রযাত্রাসহ সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বোচ্চারমূলক সংগঠনের সদস্যরা একত্ত¡তা প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ১১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেন হুইপ সামশুল হক চৌধুরী।

5 responses to “পাবনায় বিভিন্ন মিডিয়ার ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন”

  1. Hi there! I know this is kinda off topic but I was wondering if you
    knew where I could locate a captcha plugin for my comment form?
    I’m using the same blog platform as yours and I’m having trouble finding one?
    Thanks a lot!

  2. I just couldn’t go away your web site prior to suggesting that I actually enjoyed the usual information an individual supply for your visitors?
    Is going to be back continuously to check out new posts

  3. Heya i’m for the first time here. I came across this board
    and I find It truly useful & it helped me out much.
    I hope to give something back and help others like you aided me.

  4. Link exchange is nothing else except it is simply placing the other person’s weblog link on your page at
    appropriate place and other person will also do same in support of you.

  5. Hi there, off colurse this paragraph iis rreally fastiodious and I hqve larned lot off things from iit regarding blogging.
    thanks.

Leave a Reply

Your email address will not be published.

x