ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
আব্দুস সবুর খান বীরবিক্রম মারা গেছেন
Reporter Name

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইলের প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ শারীরিক নানা সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে বাবাকে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করায় তার পজিটিভ আসে।

পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। বাদ যোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সবুর খান।

তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


নিউজ সোর্সঃ আব্দুস সবুর খান বীরবিক্রম মারা গেছেন

x