ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানুষের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ
Reporter Name

করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে বনানী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক ।

সহায়তা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীগণ আপামর জনগণের পাশে থাকবেন । কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে

করোনা পরিস্থিতির ভয়াবহ দুর্যোগের সময় স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ, মাস্ক, টেলি হেলথ সার্ভিস, ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।

সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

x