ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত
মোঃ সালাউদ্দিন সজীব

যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন দেশ গড়ুন- এ স্লোগানকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব।

২৫ আগষ্ট বুধবার প্রথম প্রহরে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী চলাকালীন দেশবাসীর উদ্দেশ্যে নগর সভাপতি বলেন, দেশ আমাদের এবং এদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সকলের। আজকে আমরা এখানে-সেখানে যত্রতত্র ময়লা ফেলার কারণে আমাদের চারপাশ সহ পুরো ঢাকা শহর বসবাসের অযোগ্য শহর হিসেবে রূপ নিয়েছে। আমরা যদি সচেতন হয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস করি তাহলেই আদর্শ ঢাকা মহানগর গড়ে তোলা সম্ভব।

নগর সভাপতি মাহবুবুর রহমান আরো বলেন, আমরা আজ প্রতিকী কর্মসূচি পালন করেছি সকলকে সচেতন করার লক্ষ্যে। এই ব্যাস্ত শহরে অবকাশ যাপনের অন্যতম স্থান যাত্রাবাড়ী পার্ক। এত সুন্দর একটি পার্কে যত্রতত্র ময়লা ফেলে এর পরিবেশ নষ্ট করা হচ্ছে। সিটি করপোরেশন এবং অত্র অঞ্চলের নাগরিক সহ সকলকেই এর সৌন্দর্য রক্ষায় উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এছাড়াও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাইনুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ আবরার, যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি নেয়ামতুল্লাহ ও দনিয়া কলেজ শাখার সাধারণ সম্পাদক সম্রাট হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

4 responses to “ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত”

  1. Howdy! This article couldn’t be written much better!
    Looking through this article reminds me of
    my previous roommate! He always kept talking about this.
    I am going to send this article to him. Pretty sure he will have a
    great read. Many thanks for sharing!

  2. Link exchange is nothing else except it is only placing the other person’s weblog link on your page at appropriate place
    and other person will also do similar in favor of you.

  3. I like the helpful information you provide on your articles.

    I’ll bookmark your weblog and check again right here frequently.
    I am rather certain I will be told many new
    stuff proper here! Good luck for the following!

  4. Hey! I know this is somewhat off topic but I was wondering if you knew where I could
    locate a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m
    having difficulty finding one? Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published.

x