ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
পাবনায় মোটরসাইকেলে যাতায়াতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত, স্বামী আহত
নুরুল ইসলাম খান:

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রিয়া খাতুন (২০) নামে এক অন্তঃসত্বা গৃহবধূ নিহত হয়েছেন। নিহত রিয়া ঈশ্বরদীর পাকশী যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের বাবুর মেয়ে এবং কু্ষ্িটয়া মিরপুর উপজেলার নলদা গ্রামের আজিম উদ্দিন সরকারের ছেলে মৃদুলের সহধর্মিণী।
সোমবার (২৩ আগস্ট) সকাল ৭টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমানবিক প্রকল্পের সামনে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী রিয়া খাতুনের মৃত্যু হয় ।
এসময় মটর সাইকেল চালক রিয়ার স্বামী মৃদুল গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টায় কু্ষ্িটয়ার মিরপুর উপজেলার গোপালপুরের নলদা থেকে ওই দম্পতি মোটরসাইকেলে চড়ে পাকশী অভিমুখে আসছিল। মৃদুল শ্বশুর বাড়িতে রিয়াকে নামিয়ে দিয়ে রূপপুর পারমাণবিকে কাজে যোগ দিবেন। কিন্তু রূপপুর প্রকল্পের সামনের সড়কে কু্ষ্িটয়াগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে পড়ে। ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রিয়া খাতুন ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ মৃদুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম জানান, শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মাথায় আঘাত লেগেছিল অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পাকশী হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.