কুমিল্লায় ট্রাকচাপায় শামছুল আলম রিপন (৩২) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণে লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, মহাসড়কে বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন রিপন ও তার এক বন্ধু। তারা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
এ ঘটনায় বারেক ও অপর একজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।