ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী এলাকায় ২২ আগস্ট রবিবার এক শিক্ষকের বাড়ির দেওয়াল টপকে দিন-দুপুরে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দিন দুপুরে উপজেলার মীরডাঙ্গী বাজার ও মহাসড়ক সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রসার শিক্ষক ইব্রাহিম আলীর বাড়ির প্রাচীর টপকে এই চুরির ঘটনা ঘটে।
এদিন দুপুর সাড়ে ১২ থেকে প্রায় ঘন্টা খানেক ধরে বৃষ্টি হচ্ছিল। শিক্ষক ইব্রাহীম, তার স্ত্রী ও ছেলে বিভিন্ন কাজে বাড়ি বাইরে ছিল। এই সুযোগে চোর প্রাচীর টপকে বাসার ভিতরে ডুকে সাবল দিয়ে বারান্দার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের ভিতর আলমারি ভেঙ্গে দুই ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ সময় ঘরের আসবাব পত্র ও বিভিন্ন ড্রয়ার এলোমেলো করে রেখে যায়। বাড়ির মালিক শিক্ষক ইব্রাহিম কাজী জানান, বাসায় কেউ ছিলেনা। আমার স্ত্রী চাকরির কাজে বাহিরে গেছিলেন। আমি জমিতে হাল চাষের জন্য মাঠে ছিলাম। ছোট ছেলে সাদ তার পরীক্ষার এসাইনমেন্ট জমা দিতে কলেজে গিয়েছিল।
বাসায় কেউ না থাকায় এসুযোগে দুপুরে চোরেরা আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায়। রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ দিনদুপুরে সংঘটিত হওয়া চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন , ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply