ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
কালকিনিতে এসএসসি-১৮ ব্যাচের উদ্দ্যোগে বইয়ের বিনিময়ে বই প্রদান কর্মসূচি শুরু
রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৮ ব্যাচের উদ্দ্যোগে একটি বইয়ের বিনিময়ে একটি বই প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পড়া হয়ে যাওয়া বা ঘরে পরে থাকা পুরাতন বই জমা দিয়ে প্রয়োজনীয় বই সংগ্রহ করা যাবে আয়োজকদের লাইব্রেরী হতে।

এ ব্যাপারে আয়োজক সংগঠনের প্রধান নাইমুল হাসান নাহিদ জানান,’আমাদের হাজার হাজার বই থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার কাংখিত বইটি।সেজন্য আপনাকে কোন টাকা দিতে হবেনা।শুধু আপনার ঘরে পরে থাকা অপ্র‌য়োজনীয় বইটি আমাদের লাইব্রেরীতে জমা করলেই হবে। যেমন ধরুন আপনি ৯ম শ্রেণীতে পড়েন, তাই এখন আর আপনার ৮ম শ্রেণীর বই বা গাইডগুলো লাগবে না । এখন আপনার দরকার হবে ৯ম-১০ম শ্রেনীর বই ,গাইড বা টেস্ট পেপার। আপনি সেই ৮ম শ্রেনীর অপ্রয়োজনীয় বইগুলো আমাদের এখানে জমা দিয়ে প্রয়োজনীয় ৯ম-১০ম শ্রেনীর বই নিতে পারবেন বিনামূল্যে । এভাবে গল্প, উপন্যাস বা আপনার যে কোন পঠিত বই দিয়ে নিতে পারবেন আপনার অপঠিত কোন বই ।’

কালকিনি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৮ ব্যাচের আরেক সদস্য আসিফুল ইসলাম জিহাদ বলেন,’ মূলত গরীব অসহায়দের সহযোগিতা করা জন্যই আমাদের এ প্রচেষ্টা। অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা উপরের শ্রেণীতে উঠে টাকার অভাবে বই বা গাইড কিনতে পারেনা। তারা আমাদের এই লাইব্রেরী হতে পুরাতন বই দিয়ে প্রয়োজনীয় বই নিতে পারবেন।’

আরেক সদস্য ইমান হোসেন বলেন, ‘একার পক্ষে আমাদের এই প্রচেষ্টা সফল করা সম্ভব নয়।এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। আপনাদের ঘরের অপ্র‌য়োজনীয় বইগুলো আমাদের দিলে আমরা তা পৌঁছে দিব তার হাতে যার ঐ বইগুলো বিশেষ প্রয়োজন।’
ঘরে পরে থাকা অপ্র‌য়োজনীয় বইগুলো লাইব্রেরীতে প্রদান করতে তাদের সাথে যোগাযোগ নাম্বার প্রদান করেছে সংগঠনটির সদস্যরা। নাম্বারগুলো হলোঃ নাইমুল হাসান নাহিদ-01770210168, আসিফুল ইসলাম জিহাদ-01626068568,ইমান হোসেন-01844789080 ।

Leave a Reply

Your email address will not be published.

x