শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকৃতের নাম সুন্দর আলী (২৯),। সে সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র। রোববার সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রাম থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা সদস্যরা। এসময় তার কাছে থাকা ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি’র অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply