ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষে হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এলাকার নারী ও শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করব।

সরাইল সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

One response to “ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ”

  1. Good post. I learn something new and challenging on websites I stumbleupon every day.
    It’s always exciting to read through articles from other authors and use something from
    other web sites.

Leave a Reply

Your email address will not be published.

x