ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে তুমুল মারামারি, গ্রেফতার ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার মো. ইউনুছ মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

3 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে তুমুল মারামারি, গ্রেফতার ১”

  1. … [Trackback]

    […] Here you can find 52489 more Info on that Topic: doinikdak.com/news/37573 […]

  2. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/37573 […]

  3. … [Trackback]

    […] Find More here to that Topic: doinikdak.com/news/37573 […]

Leave a Reply

Your email address will not be published.

x