মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় এস আই অনিল চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্স শুক্রবার ২০ আগষ্ট দিবাগত রাত ২ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি টিটন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ দেওয়ান (৩০) কে গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ দেওয়ান কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করি। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply