ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
মুরাদনগরে আন্ত:জেলা চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার
এম শামীম আহম্মেদ, কুমিল্লা প্রতিনিধি : 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের হারুন আর রশিদের ছেলে হানিফ ওরফে টুন্ডা হানিফ (৪২) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আলী আশ্রাফের ছেলে মামুন হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দোকানে চুরি করতে সঙ্গবদ্ধ একটি চোরচক্র একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযান চালায়। হানিফ ওরফে টুন্ডা হানিফ ও মামুন হোসেনকে আটক করে এবং সাথে থাকা অপর সদস্যরা পালিয়ে যায়।
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, এরা সবাই আন্ত:জেলা চোরই চক্রের সদস্য। হানিফ ওরফে টুন্ডা হানিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা ও মামুন হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

3 responses to “মুরাদনগরে আন্ত:জেলা চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার”

  1. hi!,I love your writing so a lot! share we be in contact extra approximately your post on AOL?
    I require an expert in this area to solve my problem. May be that’s you!

    Looking ahead to peer you.

  2. This info is priceless. When can I find out more?

  3. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave
    it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.”
    She placed the shell to her ear and screamed. There was a
    hermit crab inside and it pinched her ear. She never wants to
    go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

Leave a Reply

Your email address will not be published.

x