ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সাজাপ্রাপ্ত  আসামী ও ইয়াবাসহ সিরাজদিখানে গ্রেফতার-২ 
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক  আসামী ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ আসামীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বুধবার ১৮ আগষ্ট  সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন  এর দিক নির্দেশনায় এএসআই হাফিজুর রহমান সবুজের নেতৃত্বে সন্ধ্যা ৭ টায় সঙ্গীয় ফোর্স উপজেলার চরবয়রাগাদী গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত  পলাতক আসামী হাফিজুদ্দিনের ছেলে কুদ্দুস (৪৫)কে গ্রেফতার করেছে।
অপরদিকে রাত সাড়ে ১০ টায়
এসআই মোহাম্মদ ইমরান খান এর নেতৃত্বে এসআই শাহিন আহম্মেদ নয়ন, এএসআই হাফিজুর রহমান সবুজ, এএসআই কাদের সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামে অভিযান চালিয়ে জনৈক আলামিনের দুচালা টিনের ঘরের সামনে মাদকদ্রব্য বিক্রি কালে উপজেলার নাইশিং গ্রামের মালেক দেওয়ানের ছেলে অপু দেওয়ান (২২) কে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।  আসামী অপু দেওয়ানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। উভয় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 সিরাজদিখান থানার অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আমরা মাদক কারবারিদের কোন প্রকার ছাড় দিব না। অপরাধি যত বড়ই হউক তাকে আইনের আওতায় আসতে হবে। গ্রেফতারকৃত আসামীদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
x