সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন।
পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি এখলাছুর রহমান, যাদব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী।
আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সমাজ সেবা অফিসার এ কে আজাদ ভূঁইয়া, কৃষি অফিসার ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, যুবলীগ নেতা শাহিনুর রহমান, আমিন আহমদ প্রমুখ।
উপজেলা মিলনায়তনে সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় আলোচনা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এবং তারপরই মাননীয় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেয়া উপহার ৩ টি অক্সিজেন সিলিন্ডার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্থান্তর করা হয়।
সমস্ত দিন ব্যাপি নানা কার্যক্রমের মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ মেমোরিয়াল স্কুল এন্ড খলেজের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী করেন।
পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ কেন্টনমেন্টের পক্ষ থেকে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল মাঠে ১০০ শত অসহায় দুস্থ্য পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
তাছাড়াও পুরো জৈন্তাপুর জুড়ে বিভিন্ন ইউনিয়নে নানা রকম কার্যক্রমের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।