নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বনপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে মুক্তিযোদ্ধা সংসদ বাইপাস ও উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক,
বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক কেএম জামিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।