ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত
শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:

শ্রীবরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী আয়োজন করে। ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, শ্রীবরদী থানা, শ্রীবরদী পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অপর্ণ করে।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন আ’লীগের অঙ্গসংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published.

x