গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন।
গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা চত্ত¡রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মূর্যালে পূষ্পমাল্য অপর্ণ, এক মিনিট নিরাপত্তা পালন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল, উপজেলা চত্ত¡রে বৃক্ষরোপন ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, আহসান আজিজ সরকার মিন্টু, গোলাম মোস্তফা মাসুদসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী ভাষণ, রচনা, সঙ্গীত প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অসহায়, দরিদ্র শিল্পী গোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ প্রদান।