ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
কটিয়াদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ মুশতাকুর রহমান,পৌর মেয়র শওকত উসমান,সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইব্রাহিম,উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র ও সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূঞা,ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক কামাল হোসেন মিলন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,পৌর আওয়ামীলগের সভাপতি গোলাম মস্তোফা,উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক পদপ্রার্থী লায়ন সারোয়ার হোসেন,কটিয়াদী মডেল থানার ওসি এসএস শাহাদাত হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আঃ মান্নান,সাঃ সম্পাদক শফিকুল ইসলাম তাহের,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন,জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু,আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক জসিম উদ্দিন,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক বাবুসহ আরো অনেকে।এ সময় মুক্তিযোদ্ধা,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,তাতীলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

 

x