ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শ্রীবরদীর ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শোক দিবস পালন
শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৫ আগস্ট রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯ টায় ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনমিত করা হয়। পরে সকাল ১০টায় ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহফুজল হক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোক্তাদির বিল্লাহ রিপন ও স্বাস্থ্য সহকারি রবিউল হাসান মুক্তা প্রমুখ।

এসময় আ’লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

x