শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৫ আগস্ট রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯ টায় ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনমিত করা হয়। পরে সকাল ১০টায় ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহফুজল হক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোক্তাদির বিল্লাহ রিপন ও স্বাস্থ্য সহকারি রবিউল হাসান মুক্তা প্রমুখ।
এসময় আ’লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।