নওগাঁ – রাজশাহী মহাসড়ক থেকে আন্তজেলা ডাকাতদলের চারসদস্যকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাকু, ২ টি হাসুয়া,বড় ১টি স্লাইরেন্জ ও
লুণ্ঠিত ট্রাক, জব্দ করা হয়েছে। তারা বিভিন্ন সড়ক-মহাসড়কে নানা কৌশলে পণ্যবাহী গাড়ি ও মালামাল ডাকাতি করত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দরপুর উপজেলার মদনপুর এলাকার ডাকাত সর্দার শাহাবুদ্দিন,
একই জেলার কুড়িপাড়া এলাকার সিরাজ মিয়া, পটুয়াখালীর ভাদুরা এলাকার ইউসুফ হাওলাদার ও পাবনা জেলার অামিনপুর এলাকার সেলিম শেখ।
মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, রাজশাহী নওগাঁ মহাসড়কের ভোলা বাজার নামক স্থানে ট্রাকটি দাড়িয়ে অবস্হান করছিল।
১৪ অগাষ্ট শনিবার ভোররাতে ট্রাকটি নওগাঁ – রাজশাহী মহাসড়কের ভোলা বাজার নামক স্হান থেকে অাটক করা হয় এবং তাদের বিরুদ্ধে দণ্ডবিধি অাইনে ৩৯৯/৪০২ধারায় মামলা দায়ের করা হয়েছে।