মুন্সিগঞ্জের শ্রীনগররে উপজেলার শ্রীনগর- দোহার সড়কের পাশে সরকারি একোয়ার জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার(১২ আগষ্ট) রাত ৮ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাগান বাড়ি এলাকায় শ্রীনগর দোহার রোডে পাশে সরকারী জমি ভরাট করছে ঐ এলাকার মৃত আমির উদ্দিন মোল্লার ছেলে মোঃ মোফাচ্ছেলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাতের আধারে শ্রীনগর দোহার সড়কে যান চলাচল প্রতিবন্ধকতা তৈরী করে ড্রাম ট্রাক দিয়ে বালু মাটি এনে সরকারি জমি ভরাট করছে মোফাচ্ছল।
সড়ক ও জনপদের একোয়ারকৃত জমি মাটি ভরাট করে দখল করছে। এসময় ড্রাম দিয়ে মাটি এনে শ্রীনগর দোহার সগকের মাটি ফেলার কারণে গণপরিবহন ও জন চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
সরকারী জমি ভরাটের বিষয়ে কোন বৈধ কাগজ আছে কিনা মোফাচ্ছেলের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন আপনারা যা খুশি লেখেন তাতে আমার কিছু আসে যায় না।
এ ব্যাপারে সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী সৈয়দ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।