দিনাজপুর জেলার বিরামপুরে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রয়ের ৪হাজার ৯’শত টাকা ও ১টি মোবাইল ফোনসহ একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি (৩৩) কে এক মাসের ব্যবধানে দুইবার থানা পুলিশ আটক করেছে।
থানা সুত্রে জানা যায়, বুধবার (১১ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের চকপাড়া(পুকুর পাড়) অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে
একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি পালানোর চেষ্টা কালে তাঁকে আটক করে। পরে নারী কনস্টেবল দ্বারা তাঁর দেহ তল্লাশী পূর্বক ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া হেরোইন, মাদক বিক্রয়ের ৪হাজার ৯’শত টাকা ও ১টি মোবাইল জব্দ করে।
আটকৃত মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনি বিরামপুর পৌর শহরের চকপাড়া (পুকুর পাড়) মহল্লার আনছার আলী স্ত্রী।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভিন ওরফে পুনির বিরুদ্ধে বিরামপুর থানায় ধারায়-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) /৩৬ (১) এর ৮( ক) মামলা হয়েছে। মামলা নং- ০৯, তাং ১১/০৮/২০২১ইং।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গত ৯ জুলাই মাদকসহ গ্রেফতারপূর্বক মাদক সম্রাজ্ঞী শাহানাজ পারভিন ওরফে পুনিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। সে গত ২০ জুলাই সে জামিনে মুক্ত হয় এবং ১১ আগষ্ট রাতে আবার অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক মাসের ব্যবধানে দুইবার সেই মাদক সম্রাজ্ঞী শাহনাজ পারভীন ওরফে পুনিকে আটক করা হয়।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। মাদক বর্তমানে আমাদের সমাজে এটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।