সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম ও তার ছেলে নুরুল ইসলাম। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।
বুধবার (১১ আগস্ট) সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইয়াছিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে ওঠে।