ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
সিলেট রেঞ্জে ২য় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ওসি হারুনুর রশিদ চৌধুরী
জাকারিয়া আবুল, গোলাপগঞ্জ

২০২১খ্রিস্টাব্দে জুলাই মাসের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, ক্লু লেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকা রাখার জন্য অভিন্ন মানদন্ডের ভিত্তিতে সিলেট বিভাগের চার জেলার ৪২ টি থানার মধ্যে ২য় শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন।

মঙ্গলবার সিলেট রেঞ্জ অফিসে মাসিক আইন শৃঙ্খলা সভায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ৪২টি থানার মধ্যে ২য় শ্রেষ্ঠত্বের পুরস্কার ঘোষনা করেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। এছাড়াও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালও সিলেট রেঞ্জের মধ্যে ২য় শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ পিপিএম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার পিপিএম। এছাড়াও চার জেলার পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রোববার (৮আগষ্ট) জুলাই/২১ এর মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন সুশংকর পাল।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট জেলা ও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার লাভ করেন হারুনূর রশীদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published.

x