বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার সৎ ভাইকে অপহরণ করেছে সন্ত্রাসীরা, অপহৃতের নাম উসাই সং (৩৪)। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের এক নাম্বার রাবার বাগান এলাকার তুংক্ষ্যং পাড়া থেকে অস্ত্রের মুখে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামীলীগ নেতার সৎভাইকে অপহরণ করেছে। অপহৃতের নাম উসাই সং (৩৪)। তার বাড়ি ক্যপ্রু পাড়া এলাকায়। সে রাবার বাগান এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিল। অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযানে নেমেছে।
অপহরণের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র ক্যাডাররা জড়িত বলে দাবী করছেন স্থানীয়রা।
তবে বিষয়টি অস্বীকার করেছে জেএসএস নেতারা। কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা বলেন, অপহরণের ঘটনাস্থলটি রাজবিলা এবং কুহালং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। তবে কারা অপহরণ করেছে বলতে পারছি না।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅং প্রূ মারমা জানান, অপহরণের ঘটনাটি কুহালং ইউনিয়নে পড়েছে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি জানিনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার জানান, অপহরণের খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গতমাসের ১৯ জুলাই সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যায়ামলং পাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমা (৫০) নিজবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণে সস্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে লাশ ব্রিকফিল্ড এলাকায় ফেলে যায়।
Leave a Reply