ঢাকা, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
কোটচাঁদপুরে পার্কে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার -১
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে বকুল সিটি পার্কে নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাব্বির নামের এক ধর্ষককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩ আগষ্ট) কোটচাঁদপুর  উপজেলার দোড়া ইউনিয়নের বকুল সিটি পার্কে।
কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মগবর মন্ডলের ছেলে সাব্বির হোসেনের সাথে ঝিনাইদহ সদরের মহামায়া গ্রামের ওই কিশোরীর ৩ মাস আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পক গড়ে উঠে, এরই সূত্র ধরে (৩ আগস্ট) সাব্বির ওই কিশোরীকে কোটচাঁদপুরের বকুল সিটি পার্কে নিয়ে আসে। ধর্ষক সাব্বির তার গ্রামের পরিচিত ভ্যানচালক কাবিলের ভ্যানে করে দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের বকুল সিটি পার্কে নিয়ে যায়। তারপর পার্কে বেড়ানো শেষে ভ্যানচালক কাবিল ও সাব্বির ওই কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সিটি পার্কের বাথরুমের পাশের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাযানি হলে এলাকার লোকজন থানায় খবর দেই। থানা পুলিশ সাব্বির হোসেনকে বলুহর বাসষ্ট্যান্ড থেকে আটক করে। ভ্যানচালক ভ্যান রেখে পালিয়ে যায়। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে সাব্বির ও কাবিল উদ্দিনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুর থানার এস আই ইনারুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে শুক্রবার বিকালে জানান, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে ১৬৪ ও ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। বকুল সিটি পার্ক এর পরিচালক শামীম আরা হ্যাপি জানিয়েছেন করোনাকালে পার্কটি সব সময় বন্ধ থাকে।
ফলে কোনো যুবক যুবতীর পার্কে বেড়াতে আসার প্রশ্নই ওঠে না। তিনি বলেন পুলিশের কাছ থেকেই প্রথম খবরটি জানতে পেরেছি। সম্ভবত তারা লুকিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে এই অনৈতিক কাজ করেছে। এ ঘটনার সাথে পার্ক কর্তৃপক্ষ কোনো ভাবেই সংশ্লিষ্ট নয়।

8 responses to “কোটচাঁদপুরে পার্কে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার -১”

  1. Wcfzim says:

    cheap lasuna pill – cheap lasuna generic buy himcolin sale

  2. Hyblst says:

    buy generic besivance – carbocisteine order online oral sildamax

  3. Uhkhvn says:

    cheap gabapentin tablets – buy cheap generic nurofen sulfasalazine 500 mg pill

  4. Uyobco says:

    buy probalan sale – order probalan for sale buy carbamazepine 200mg generic

  5. Wltchz says:

    where can i buy celecoxib – celecoxib for sale online where can i buy indocin

  6. Qxpyen says:

    order voltaren 100mg pills – order aspirin without prescription aspirin generic

  7. Ftuxnu says:

    cheap rumalaya for sale – rumalaya usa order endep 10mg for sale

  8. Isgseh says:

    how to buy pyridostigmine – buy mestinon 60mg without prescription imuran 50mg ca

Leave a Reply

Your email address will not be published.

x