ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
পাথরঘাটায় গাঁজাসহ আটক ১ যুবক 
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় মো. রুবেল (২২) নামের একজনকে গাঁজাসহ আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
৬আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে  পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে মোঃ রুবেলকে আটক করা হয়। আটক রুবেল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো.বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান , রুবেল একজন নেশাখোর। সে প্রায়ই এরকম নেশা করে থাকে। এবং এই রুবেল এলাকার অন্যান্য ছেলেদেরকে নেশা করতে উৎসাহিত করে আসছে । তাকে পুলিশ হাতেনাতে ধরেছে এজন্য আমরা এলাকাবাসী সবাই খুশি।
এলাকাবাসী আরও জানান , রুবেল এলাকায় খুব কম থাকে কিছুদিন পর পর এলাকায় এসে লোকজনের সামনে প্রায়ই এরকম নেশা করে। আমরা অনেক চেষ্টা করেও তাকে এই নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখতে পারিনি। এবার পুলিশ হাতেনাতে ধরেছে আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় কাউন্সিলর জানান , এই ছেলেটার জন্য এলাকার লোকজন প্রায়ই আমার কাছে নালিশ করত। আমি ওরে ডেকে অনেকবার নিষেধ করেছি এই নেশা থেকে বিরত থাকার জন্য । কিন্তু সে কারো কথাই তোয়াক্কা করতো না।
পাথরঘাটা থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণ জানান, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে এখানে আসি এবং এসে তাকে তল্লাশি করার পরে তার কাছে গাঁজা পাই। তার ওপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x