সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক কৃতী ফুটবলার, শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং দলমত নির্বিশেষে সবার প্রিয়জন সাদা মনের মানুষ আবু হোরায়রা সাদ মাস্টার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি বেশ কিছু দিন ধরে হার্টের রোগে ভূগছেন। অবশেষে ৯ এপ্রিল রাতে গুরুতর অবস্থায় সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিউতে আছেন বলে জানা যায়। এদিকে-সবার প্রিয়মুখ আবু হোরায়রা সাদ মাস্টার এর আশু সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করা হয়।