ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল চা বাগানের বাংলো থেকে উদ্ধার করা বিরল প্রজাতির সাপটির পরিচয় শনাক্ত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে উদ্ধার করা বিরল প্রজাতির সাপটির পরিটয় শনাক্তের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সহকারী ম্যানাজারের বাংলো থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারের পর সাপটি কি জাতের তা বলতে পারেনি বন্যপ্রণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। সাপটিকে এই প্রথম এ অঞ্চলে দেখেছেন বলে জানিয়ে ছিলেন বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

জাত শনাক্তের জন্য বনবিভাগের রেসকিউ সেন্টারে রাখা হয়। শুক্রবার সাপটির পরিচয় নির্ণয় করা হয়। এটি একটি ফণীমনসা জাতি সাপ। ফণীমনসা দুই প্রজাতির হয় অন্যটি এ অঞ্চলে দেখা গেলেও এ জাতীয় ফণীমনসা সাপ এখন আর সচরাচর দেখা মেলেনা। ১০ ফুট দৈর্ঘ্যরে সাপটি (কালো চোখের ধূসর ফণীমনসা) এ জাতীয় সাপ ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বংশ বিস্তার করে। সাপটি মৃদু বিষযুক্ত । শুক্রবার বিকেলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অবমুক্তের সময় সহকারী রন সংরক্ষক শ্যামল মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সহ স্টেন্ড ফর আওয়ার ইন্ডেন্ডজারেড ওয়াইল্ড এর টিম ও বন বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

x