ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
পরশুরামে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উওোলনের জন্য ভারত প্রবেশকালে আটক-৬
পেয়ার আহাম্মদ চৌধুরীঃ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে অবৈধ ভাবে বালু উওোলনের উদ্দেশ্যে ভারতে প্রবেশ কালে ৬ জন কে আটক করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম জানায় বুধবার ৪ আগষ্ট কিকালে পরশুরাল মজুমদারহাট নিজকালিকাপুর এলাকার মুহুরী নদীতে অবৈধ ভাবে বালু উওোলনের জন্য ভারতে প্রবেশ কালে ৬ জনকে আটক করে।

এসময় ২টি কাঠের নৌকা, ৫টি ষ্টীলের নৌকা ও ৭টি ইঞ্জিন জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-১০,৮০,০০০টকা (দশ লক্ষ আশি হাজার টাকা)।

আটককৃতরা হলেন আলাউদ্দিন (৩৫) ভোলা চরপেশন থানার আমিনাবাদ গ্রামের মোঃ রফিক ফরাজীর ছেলে, ফারুক হোসেন (৩৪) ভোলা চরপেশন থানার দক্ষিনচর মঙ্গল গ্রামের হাশেম সরদার ছেলে, মোঃ মাহাবুব (২৭) নেত্রকোনার বারকাঠা থানার দেওপুর গ্রামের মোঃ যনাব আলীর ছেলে, আব্দুল মালেক (৩৭) ফেনী পরশুরামের দক্ষিন কাউতলী গ্রামের মৃত আলী আকবরের ছেলে, মোঃ শাহবুদ্দিন (৩৫) ফেনী পরশুরামের বাউরখুমা গ্রামের মৃত হোনা মিয়ার ছেলে, মোঃ কামাল (৩৩) ফেনী পরশুরামের কাশিনগর গ্রামোর মোঃ বেলালের ছেলে।

আসামীদের পরশুরাম মডেল থানায় সোর্পাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পরশুরাম মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

x