ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
জয়পুরহাটে রমজান উপলক্ষে কমমুল্যে ভ্রাম্যমান বাজারের মাধ্যমে খামারীদের দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
Reporter Name

জয়পুরহাটে রমজান উপলক্ষে কমমুল্যে ভ্রাম্যমান বাজারের মাধ্যমে খামারীদের দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাটে ভ্রাম্যমান  দোকানের মাধ্যমে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত খামারীদের ডিম, মুরগি ও গাভীর দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার রাশেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ ও ডেইরি  উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন এই ভ্রাম্যমান বাজার প্রকল্প বাস্তবায়ন করছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত খামারের পন্য সহজে বিক্রি এবং রমজান ও করোনা পরিস্থিতিতে ক্রেতারা যাতে কমমুল্যে এইসব জিনিস কিনতে পারে এবং বাজার নিয়ন্ত্রনে রাখতেই এই ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। প্রতিদিন জেলা সদরে ৬টি এবং বাকি উপজেলা গুলোতে ১টি করে  ভ্রাম্যমান দোকান দুধ, ডিম, মুরগি ও গরু-খাশির ফ্রোজেন মাংস বিক্রি করবে।

 

 

x