নিখোঁজের ৩ বছর পর ভারতীয় এক নাগরিককে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে দিনাজপুর সিআইডি।
উদ্ধারকৃত ঐ যুবকের নাম সুশান্ত বর্মন ওরফে ইবরাহীম (২৮)। সুশান্ত বর্মন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার শ্রীরামপুর গ্রামের মৃত অমল বর্মণের পুত্র।
দিনাজপুর সিআইডি’র বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, এসআই সাইদার রহমানের নেতৃত্বে গত ৩ আগাস্ট মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা আশুলিয়ার উত্তর চারাবাগ থেকে সুশান্তকে উদ্ধার করা হয়।
২০১৮ সালের জুলাই মাসের ২৮ তারিখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ীস্থ ভিকটিমের ফুপুর বাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। পরে সুশান্তর মা মিনা বর্মন আদালতে একটি অপহরণ অভিযোগ দাখিল করেন।
সুশান্ত বর্মন ওরফে ইবরাহীম দীর্ঘদিন ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় পরিচয় গোপন করে চাকুরি করতেন বলে সিআইডি’র এই কর্মকর্তা জানান। তবে তিনি কি কােণে আত্মগোপনে ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।