ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
ভৈরবে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে র‍্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

অভিনব কায়দায় গাঁজা পাচারকালে কিশোরগঞ্জের ভৈরবে ১৮০ কেজি গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আফতাব মিয়ার ছেলে সোহান (২২) , একই উপজেলার ইউনুছ মিয়ার ছেলে নজরুল (২৬)। আজ বুধবার বেলা ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থান থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, বিভিন্ন সোর্সের ভিত্তিতে জানতে পারি ঢাকা -সিলেট মহাসড়কের বিশাল পরিমাপের একটি মাদক চালান আসছে। এই খবরের ভিত্তিতে আমাদের একটি আভিযানিক দল দরজা ভর্তি একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১২ টি দরজার ভিতরে বক্সে থাকা প্রায় ১৮০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চক্রটি প্রায়ই হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে মাদক চালানটি নিয়ে রাজধানী শহরে যাবার সময়ে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

One response to “ভৈরবে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে র‍্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক”

  1. site link says:

    … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/43613 […]

Leave a Reply

Your email address will not be published.

x