ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে সুন্দরবন থেকে নৌকাসহ বিপুল পরিমাণ মাছ জব্দ
জাহিদ রানা, মোংলা প্রতিনিধিঃ

মৎস্য আহরনের নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

বুধবার(৪ আগষ্ট)   ভোর ৪ টার সময়  সহকারী বন সংরক্ষক এনামুল হকের নির্দেশে বন কর্মি মিজানুর রহমানের নেতৃত্বে  অভিযান চালিয়ে  ৩২০ কেজি চিংড়ি ও দুইটি ককসেট ২০ গছ পলিথিন ৫ টি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। তবে মৎস্য আহরনে থাকা জেলেদের আটক করতে পারেনি বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের  (চাঁদপাই)  রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এতথ্য নিশ্চিত করে জানান, তিনমাস পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধের সময় কেউ সুন্দরবনে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করতে না পারে এজন্য বনবিভাগ নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

জব্দকৃত মাছগুলো কেরাসিন তেল দিয়ে মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় এবং নৌকা টিকে ভেঙ্গে ফেলা হয়।

x