কক্সবাজারের রামুতে ট্রাক ও মিনি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিনজন।
রামু থানার ওসি এ কে এম আজমিরুজ্জান জানিয়েছেন, শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে
নিহত মোহাম্মদ শরীফ (৫০) রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের লাঠি মৌলভীটেক তিনঘরিয়া পাড়ার আবু শামার ছেলে।
ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব না হলেও এরা হলেন, মিনি-ট্রাকের চালক ও সহকারিসহ গাড়িটির এক যাত্রী।
তারা সবাই চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।