হবিগঞ্জের লাখাই উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদিকারা গ্রামের মৃত আকবর মিয়ার পুত্র বোরহান মিয়া (৩৫) নামে এক টমটম চালকের জলন্ত লাশ সোমবার দিবাগত ভোর রাতে বাড়ির পাছনে পিয়ারা গাছে দেখতে পান পরিবারের লোকজন। লাখাই থানা পুুুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন ।
নিহত মা আঙ্গুরা খাতুন( ৭০) জানান আমার ছেলে ইয়াবা সেবন করতো এর মাতা ও খারাপ ছিল। বিয়ের আগেও সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
এলাকার লোকজন জানান একই গ্রামের পিংকি নামে এক মহিলার সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় তার দুইটি মেয়ে বড় মেয়ে আবিয়ান ছোট মেয়ে মারিয়ান।
এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা ।