ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
আত্রাইয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর আত্রাইয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ^রলক্ষীপুর গ্রামের মৃত আশরাফের ছেলে মোনায়েম হোসেন (৩৪) ও একই উপজেলার কায়েস্তাপাড়া গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০)।

জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ডুবাই গ্রামে একটি মুদির দোকানে আটককৃতরা নিজেদের পুলিশ (ডিএসবি) পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করে আত্রাই থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ মোনায়েম ও রতনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৭টি মোবাইল সেট, বাংলাদেশ পুলিশ লেখা একটি ম্যানিব্যাগ, একটি চাকু, চাঁদার ১ হাজার টাকা ও চাবুকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x