ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
সিরাজদিখানে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার ৩১ জুলাই দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর শহিদুল ইসলাম উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী সুলতান খানের ছেলে মো: জন্টু খান (৩০)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার শাহিন আহম্মেদ নয়ন জানান জন্টু খান সিরাজদিখান থানার একটি অপহরণ মামলার প্রধান আসামী আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করি। আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করি।

উল্লেখ্য গত ২৩ মে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী মোছা: সুমাইয়া আক্তার (১৩) নিজ বাড়ির সামনের রাস্তার উপর থেকে ভোর সাড়ে ৫ টার দিকে অপহরণ হলে ছাত্রীর মা বন্যা বেগম (৩৫) গত ২৫ মে সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published.

x