ঢাকা, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
সাভারে ইয়াবা ও গাজা গাছ সহ আটক ৪
মোহাম্মদ ইয়াসিন(সাভার):

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা ও ০১ টি গাঁজার গাছসহ ০৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রবিবার(০১আগষ্ট)সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৪।

এর আগে শনিবার(৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৮৫ পিস ইয়াবা ও ১ টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রিত নগদ- ৪,৮৪৩ টাকা এবং৭ টি মোবাইলসহ ৪ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো-টাঙ্গাইল জেলার মোঃজসিম(২৭),একই জেলার আব্দুল্লাহ শুভ(২৯),সুজন খান(৩২),মোঃআব্দুল্লাহ(৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।

মাদক আইনে এদের বিরুদ্ধে মামলা সহ নিকটস্ত থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও যানায় র‍্যাবের এক কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

x