টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত বাবা আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।
শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জুলাই) রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঘটনায় রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। শনিবার সকালে ছেলে লুৎফর রহমান তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এ নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত ছেলে লুৎফর রহমানকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/42105 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/42105 […]