মৌলভীবাজার গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
শ্রীমঙ্গল পৌর এলাকার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার হরিলাল কেরোয়ালের পুত্র সহজ কেরোয়াল (৫৫) ও সদর ইউনিয়নের পশ্চিমভাড়াউড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো. আব্দুছ ছামাদ (৪১) কে আটক করা হয়। শনিবার (৩১ জুলাই) দুপুরে আটককৃত দুজনের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গলের পৌর এলাকার আরামবাগ মুছিপট্রিতে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে আটক করে।
জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, মৌলভীবাজার জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার’র নির্দেশে মাদকের বিরোদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত থাকবে।
… [Trackback]
[…] There you will find 59305 additional Info on that Topic: doinikdak.com/news/42093 […]
… [Trackback]
[…] Here you will find 7589 additional Info on that Topic: doinikdak.com/news/42093 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/42093 […]