ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
লাখাইয়ে দুই দলের সংঘর্ষে ২৫ জন আহত
আশীষ দাশ গুপ্ত, লাখাই, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের  লাখাই উপজেলার  দুপক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহতের হয়েছে ।

জানা যায় উপজেলার মোড়াকরি ইউনিয়নের লখনাউক গ্রামে  শুক্রবার ৩০ শে জুলাই  সকাল  পুকুরে মাছ মারা নিয়ে দুুই  পক্ষে মাঝে ভাগবিতন্ডের  এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এই সংঘর্ষে দুই  পক্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা যায়।

সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দিন সুমনের নেতৃত্বে এস আই রফিক সংঙ্গীয় একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলো আকিল মিয়া (২৮), কামাল মিয়া (৫০), নজরুল (২২) ও জালাল (৩৫) অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।  এ বিষয়  লাখাই থানার ওসি তদন্ত মোঃ  মহিউদ্দিন সুমন জানান আমরা পুলিশ  নিয়ে ঘটনাস্থলে যাইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।   এলাকায় উত্তেজনা বিরাজ করেছিল বর্তমান পরিস্থিতি শান্ত।

x