মুন্সিগঞ্জের সিরাজদিখানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।
তিনি বলেন, উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের বাগান বাড়ির মৃত জনাব আলীর ছেলে মো: জাকির হোসেনের বসতঘরে চোর চুরি করার উদ্দেশ্যে ঘরের দরজা কৌশলে খুলিয়া ঘরের মধ্যে প্রবেশ করলে বাড়িওয়ালা টের পাইয়া পুর্ব রাজদিয়া বাগানবাড়ির মৃত হামেদের ছেলে মো: জুয়েল (২৭)কে আটক করে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ির মালিক চোর সহ থানায় আসিয়া মামলা দায়ের করেন যাহার নং ২২ ধারা ৪৫৭/৩৮০/৫১১,তারিখ ২৮/০৭/২০২১ ইং।
পরবর্তীতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সিরাজদিখান (সার্কেল) ওসি সিরাজদিখান থানা এর সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ২৪ ঘন্টার মধ্যেই মামলার সকল তদন্ত কার্যক্রম শেষ করিয়া আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন।
… [Trackback]
[…] There you can find 2988 additional Info on that Topic: doinikdak.com/news/41744 […]
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/41744 […]
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/41744 […]