ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

নেছারাবাদে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ শুক্রবার বেলা ২ টার দিকে স্বরূপকাঠি পৌর সভার ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,  এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের শেষে শনিবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে। শিল্পী বেগম  স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের স্ত্রী ।

x